লক্ষ্মীপুরের কমলনগরে একটি নির্মাণাধীন দ্বিতল ভবন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।.
.
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ধারালো ছুরি, ৫টি লোহার পাইপ, ২টি বগি দা, একটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল।.
.
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে নুরুল আবছার নামে এক ব্যক্তিকে একদল অপরিচিত যুবক অপহরণ করে নিয়ে যায়।.
অপহরণকারীরা তাকে চরলরেন্স ইউনিয়নের ওই নির্মাণাধীন ভবনের একটি কক্ষে আটকে রেখে সারারাত নির্যাতন চালায় এবং মুক্তিপণ দাবি করে। রোববার সকালে অপহৃত নুরুল আবছার কৌশলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান।.
.
খবর পেয়ে কমলনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পরবর্তীতে তাকে নিয়ে ওই ভবনে তল্লাশি চালিয়ে কক্ষের ভেতর থেকে মজুদ করে রাখা দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।.
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় কমলনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।.
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।.
. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি}
আপনার মতামত লিখুন: